জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশে ২০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীরা গতকাল বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।
চন্দনাইশ ইউপি নির্বাচনে ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিনে চেয়ারম্যান পদে বরকল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান (নৌকা),আবদুল রহিম চৌধুরী (আনারস), মো.আরফাত রহমান রাশেদ (ঘোড়া), রশিদ আহমদ হিরু (মোটর সাইকেল), মো.নাসির উদ্দিন (চশমা), বৈলতলীতে আ’লীগ মনোনীত প্রার্থী এসএম সায়েম (নৌকা), বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল (আনারস), মাহাবুবুল আলম (মোটর সাইকেল), হাশিমপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী এড. খোরশেদ বিন ইসহাক (নৌকা), বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (চশমা), মোজাম্মেল হক (আনারস), চৌধুরী আমির মো. সাইফুদ্দিন (ঘোড়া), মো.বদিউল আলম (টেবিল ল্যাম্প), জসিম উদ্দিন (অটোরিকশা), খোরশেদ আলম (টেবিল ফ্যান), চৌধুরী আমির মো. ফোরকান (মোটর সাইকেল), বরমা ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা), মো. খোরশেদ আলম (ঘোড়া), জাবেদ মো. গউছ মিল্টন (আনারস), কাঞ্চনাবাদ ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী এড. আবু ছালেহ (নৌকা), আবদুল শুক্কুর কোম্পানী (আনারস), মফিজুর রহমান (চশমা), ধোপাছড়িতে আ’লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল আলীম (নৌকা), বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (আনারস)। এছাড়া সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। ২০ ডিসেম্বর প্রার্থীগণের মধ্যে প্রতীক বরাদ্দের পর বিকেল থেকেই প্রার্থীরা স্ব-স্ব এলাকায় প্রচারণা শুরু করেছেন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, চন্দনাইশে ৭ ইউনিয়নে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার কাঞ্চনাবাদ ইউনিয়নে ১৬ হাজার ১৪১ জন, জোয়ারায় ৮ হাজার ১১৩ জন, বরকলে ১৫ হাজার ২১২ জন, বরমাতে ১৭ হাজার ৬১৫ জন, বৈলতলীতে ১৭ হাজার ৪৯১ জন, হাশিমপুরে ১৬ হাজার ৩৭৯ জন, ধোপাছড়িতে ৬ হাজার ১৬৪ জন রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম বলেন, গতকাল চন্দনাইশের ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ২২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫৫ জন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারী এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ২০ ডিসেম্বর বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে চন্দনাইশ উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃংখলা বিষয়ক সভা কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, রিটার্নিং কর্মকর্তা যথাক্রমে মিনহাজুল ইসলাম, মেহেদী হাসান, রাসেল চৌধুরী।