প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২১, ১:৫০ পি.এম
চন্দনাইশে জাতীয় খাদ্য দিবস পালিত
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশের অন্যান্য স্থানের ন্যায় চন্দনাইশেও বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। গতকাল ১৬ অক্টোবর(শনিবার) সকাল ১১ টায় “জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম কনফারেন্স হলে এসে শেষ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন,মৎস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমরান হোসেন,সহকারী কৃষি কর্মকর্তা আরিফ উদ্দিন কৃষকলীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।এই সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ খাদ্য দিবসের গুরুত্ব তুলে ধরে টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানান। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বর্তমান কৃষিবান্ধব সরকারের অব্যাহত ভূমিকার প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তনের সাথে কৃষি উৎপাদনের ঝুঁকি মোকাবেলার জন্য উপযোগী প্রযুক্তির সাথে অভিযোজিত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy