প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২১, ১১:১৩ পি.এম
চন্দনাইশে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
বাংলাদেশের ৩০ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প,চন্দনাইশ পৌরসভায় প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পৌরসভায় পরিবেশগত প্রভাব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৫ অক্টোবর (মঙ্গলবার) সকালে চন্দনাইশ পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ পৌরসভার আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে, লোকাল সাপোর্ট ইউনিট (টিএসইউ) এর সহযোগিতায় এবং জিওবি,বিশ্বব্যাংক ও এ আই আইবি’র অর্থায়নে কর্মশালায় পৌর সচিব মুহসিনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র
মাহাবুবুল আলম খোকা।
শহর কমিটির শতাধিক (টিএলসিসি) সদস্যদের অংশগ্রহণে কর্মশালায় আলোচনা করেন পানি ও স্যানিটেশন প্রকল্পের টিম লিডার ড.এ কে এম কামরুজ্জামান, সোশাল স্পেশালিস্ট অফিসার মোঃ আমীর হোসেন,প্যানেল মেয়র আবু তৈয়ব প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা প্রকল্পের পরিচিতি,লক্ষ্য,উদ্দেশ্য,নিরাপদ পানির গুণাবলী, নিরাপদ পানির উপকারিতা, স্যানিটেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
কর্মশালায় পানি সরবরাহ লাইন প্রতিস্থাপন,স্যানিটেশন –পয়ঃ নিষ্কাশন কার্যক্রম সুচারুরুপে বাস্তবায়নে টিএলসিসি’র সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য বিশ্বব্যাংকের অনুদানে চন্দনাইশ পৌরসভায় ১২০ কোটি টাকায় ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন প্রকল্প করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy