
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:-
আজ ২৩ মার্চ (মঙ্গলবার) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,
পৌরসভা আ’লীগের আহবায়ক এম, কায়ছার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক নারী নেত্রী সঞ্চিতা বড়ুয়া, চেয়ারম্যান যথাক্রমে, আলমগীরুল ইসলাম চৌধুরী, আমিন আহমেদ রোকন, আহমেদুর রহমান, ইউপি মেম্বার প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, মেম্বার নুরুল হোসেন জাহাঙ্গীরসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি,
স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, চন্দনাইশে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, উন্নয়নের চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করা হবে, আগামী ২৬ ও ২৭ মার্চ এই অনুষ্ঠান একটি জাঁকজমকভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply