প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২১, ১২:০৩ পি.এম
চন্দনাইশে ২৬ কোটি টাকা ব্যয়ে সড়ক উদ্বোধন করলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ২৬ কোটি টাকা ব্যয়ে হাশিমপুর রেলওয়ে স্টেশন বাগিচাহাট -বরমা(জেড-১০৩৬) মহাসড়ক উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।১০ নভেম্বর দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি দোহাজারী সড়ক বিভাগের অধীনে নবনির্মিত এ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,উপজেলা নির্বাহী সাদিয়া ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার,দক্ষিণ জেলা আ'লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দীন,পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিজিএম আবু সুফিয়ান প্রমুখ। উল্লেখ্য ২৬ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৯.৫০কিলোমিটার হাশিমপুর রেলওয়ে স্টেশন বাগিচাহাট- বরমা জেলা মহাসড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy