1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
চন্দনাইশে ৩ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর...নজরুল ইসলাম এমপি  
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়: রাষ্ট্রপতি অবশেষে রাজধানিতে  দেখা মিলল  বৃষ্টির যে কারণে যৌনতার প্রতি আগ্রহ কমে যায় টেকনাফ সীমান্তে  ভেসে আসছে মর্টার শেল ও ভারি গোলার বিকট শব্দ,  দেখা যাচ্ছে  আগুনের কুণ্ডলী বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রমের  নির্দেশ প্রধানমন্ত্রীর  সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী লক্ষ্মীপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ বরুড়ায় বই ও কসমেটিক বিক্রেতাকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড,  স্বামী’র কারাদণ্ড বদলগাছীতে আগুনে ক্ষতিগ্রস্ত কাঠ মিস্ত্রিকে সহায়তা দিলেন সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী দেবীদ্বারে আনোয়ারাকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চন্দনাইশে ৩ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর…নজরুল ইসলাম এমপি  

  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১, ১১.৫৬ পিএম
  • ১৯০ বার পঠিত
জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ, চট্টগ্রাম, প্রতিনিধিঃ 
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে সরকার বদ্ধপরিকর। চন্দনাইশের প্রতিটি সড়ক উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন, ব্রিজ কালভার্ট নির্মাণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিগত দিনের চেয়ে অনেক বেশি বলে তিনি দাবী করেন। তাছাড়া কর্ণফুলী টার্ণেল, কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছেন। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যারা এক সময় এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলেছেন, তারাই এখন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।
গত ২০ মার্চ সকালে কানাইমাদারী চুড়ামনি সড়ক থেকে ছাত্তারহাট জিসি সড়ক পর্যন্ত ২ কোটি ৮ লক্ষ ৭২ হাজার টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা যথাক্রমে মো. সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, আবদুর রহিম চৌধুরী, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, সাংবাদিক আবু ইউছুপ, জাহেদুল ইসলাম, কামাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, শিক্ষক মিন্টু কুমার দাশ, ইরফান সাহাবু প্রমুখ। পরে কানাইমাদারী নিদাগির পাড়া মোহছেন শাহ (রা:) ঐক্য পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ৫০ জন হতদরিদ্র শিশুকে ফ্রি খতনা অনুষ্ঠান যুবলীগ নেতা মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। (ছবি আছে)
চন্দনাইশ দোহাজারী রেল স্টেশন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ, চট্টগ্রাম, প্রতিনিধিঃ
উপজেলার দোহাজারী রেল স্টেশন সংলগ্ন এলাকায় মৃত অবস্থায় দোহাজারী দিয়াকুল এলাকার আবদুস সালাম (৬০) কে উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২০ মার্চ বিকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ দিয়াকুল গুলজান পাড়ার মৃত টুনু মিয়ার ছেলে আবদুস সালামকে মৃত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। জানা যায়, আবদুস সালামের দুই সংসারে ২ ছেলে ৫ মেয়ে রয়েছে। দ্বিতীয় সংসারে এক মেয়েকে বিয়ে দেয়ার জন্য কয়েকদিন ধরে বাজারে বাজারে টাকা তুলছিলেন। গতকাল ২০ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত দোহাজারী এলাকায় মেয়ে বিয়ের জন্য টাকা তুলতে স্থানীয়রা তাকে দেখেছেন বলে জানান। প্রত্যক্ষদর্শীদের ধারণা তিনি অসুস্থ হিসেবে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে দোহাজারী রেল স্টেশন সংলগ্ন তমা গ্রুপের অফিসের পিছনে তিনি পড়ে মারা যান। (ছবি আছে)
চন্দনাইশ লানিং সোসাইটির যাত্রা শুরু
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ গঠনে কাজ করতে হবে…নজরুল ইসলাম এমপি
জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ, চট্টগ্রাম, প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ গঠনে কাজ করতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটাতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবসম্পদ গঠনে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছেন। যে জাতি কারিগরি শিক্ষায় উন্নত, সে জাতি কর্মক্ষেত্রে উন্নত জাতিতে পরিনত হয়ে দেশকে সমৃদ্ধিশালী করবে।
২০ মার্চ চন্দনাইশ ছাত্র সমিতির আয়োজনে চন্দনাইশ লানিং সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
 সংগঠনের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে বরকল একটি কমিউনিটি সেন্টারে নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় গ্রামাঞ্চলে সমৃদ্ধির নতুন যাত্রা শুদ্ধ উচ্চারণ, সংবাদ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, স্পোকেন ইংলিশ, আরবী ভাষা ও কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এ আয়োজনে আলোচনায় অংশ নেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, দক্ষিণ জেলা আ’লীগ নেতা মাহাবুবুর রহমান শিবলী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম একরাম হোসেন, প্রিন্সিপাল আবুল কাশেমের ছেলে মো. বিন কাশেম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা আবু হেনা ফারুকী, আরিফুল ইসলাম খোকন, জাবেদ মো. গাউস মিল্টন, শাহেদুল ইসলাম কাজেমী, যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, প্রধান শিক্ষক যথাক্রমে নুরুল কবির, সেলিম উদ্দিন, চন্দনাইশ ছাত্র সমিতির তানভীর আহমদ সিদ্দিকি, বোরহান উদ্দিন গিফারি প্রমুখ। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews