জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
আসন্ন ইউপি নিবার্চনে চন্দনাইশ উপজেলায় মনোনয়ন ফরম গতকাল জমার শেষ দিনে ৭ ইউনিয়নে ৩০ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬০ জন,সাধারণ সদস্য পদে ২৫১ জনসহ ৩৪১ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেছেন। প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ২ দফা হামলায় ২ জন আহত হয়।
কাঞ্চনাবাদ ইউনিয়নে নৌকার প্রার্থী এড.আবু ছালেহ,স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল শুক্কুর,মফিজুর রহমান, জোয়ারাতে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী আমিন আহমেদ চৌধুরী রোকন,বরকলে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান,বিদ্রোহী প্রার্থী, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি,বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান,তার ছেলে আরাফাত রহমান,আবদুর রহিম চৌধুরী,সাবেক মেম্বার নাছির উদ্দীন,আবদুল আলীম,আবদুর রশিদ,বরমাতে নৌকার প্রার্থী, বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী,উপজেলা আ’লীগ নেতা জাবেদ মো.গাউছ মিল্টন, খোরশেদুল আলম টিটু,এলডিপি সমর্থিত জয়নাল আবেদীন চৌধুরী,বৈলতলীতে নৌকার প্রার্থী,এস এম সায়েম,বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, মঈন উদ্দিন,এলডিপি সমর্থিত মাহাবুবুল আলম,হাশিমপুরে নৌকার প্রার্থী উপজেলা আ’লীগ নেতা খোরশেদ বিন ইছহাক, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, আমির মো.সাইফুদ্দীন,তার ভাই আমির মো.ফোরকান,মোজাম্মেল হক,খোরশেদ আলম,বদিউল আলম,জসিম উদ্দীন, ধোপাছড়িতে নৌকার প্রার্থী আবদুল আলিম,বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোরশেদুল আলম,সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ চৌধুরী।
এদিকে জোয়ারা ইউনিয়নের জসিম উদ্দীনের মনোনয়ন ফরম জমা নিয়ে বিতর্কের সৃষ্টি হলে রাত সোয়া ৮টায় রিটার্নিং অফিসার ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আরিফ উদ্দীন বলেছেন,স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধি ২০১০ এর ১২ বিধির ৫ উপবিধি অনুযায়ী প্রার্থী,তার সমর্থক বা প্রস্তাবকারী ১ জনকে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিতে হবে। কিন্তু জসিম উদ্দীনের ফরম জমা দিতে এসেছিলেন রিফাত নামের এক ব্যক্তি ৪টা ৫০ মিনিটে। বিষয়টি নিয়ে অপর পক্ষের আপত্তির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,এএসপি সার্কেল হুমায়ুন কবির,নির্বাচনী কর্মকর্তা মিনহাজুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকারসহ দীর্ঘ বৈঠক শেষে রাত সোয়া ৮টায় জসিম উদ্দীনের মনোনয়ন ফরম বাতিল করা হয়।
কাঞ্চনাবাদ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০,সাধারণ সদস্য ৫৪,জোয়ারাতে সংরক্ষিত মহিলা সদস্য ১০,সাধারণ ২৪, বরকলে সংরক্ষিত মহিলা সদস্য ৮,সাধারণ সদস্য ৩৭,বরমাতে সংরক্ষিত মহিলা সদস্য ৭, সাধারণ সদস্য ৪৫,বৈলতলীতে সংরক্ষিত মহিলা সদস্য ৭, সাধারণ সদস্য ৩৮,হাশিমপুরে সংরক্ষিত মহিলা সদস্য ৯, সাধারণ সদস্য ৩১,ধোপাছড়িতে সংরক্ষিত মহিলা সদস্য ৯, সাধারণ সদস্য ২২ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
জোয়ারা ও বরকলের রিটার্রিং অফিসার ও প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে মনোনয়ন জমাদানকারীদের সমর্থকদের মধ্যে ২ দফা হামলায় জোয়ারা ফতেহ নগরের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সফিউল আজম,জসিম উদ্দীনের ছেলে মেজবাহ উদ্দীন আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়