প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২১, ৭:০০ পি.এম
চন্দনাইশ খানদীঘি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নিবার্চন সম্পন্ন

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
টান টান উত্তেজনা, উৎসাহ,উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খানদীঘি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নিবার্চন। ২০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন নিবার্চনে ৫১৩ জন ভোটারের মধ্যে ৪২১ জন অভিভাবক সদস্য তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। তাদের প্রত্যক্ষ ভোটে নাজিম উদ্দিন ১৫৯, সাইফুল ইসলাম ১১৪,জয়নাল আবেদীন ১০৫, আবদুল আজিজ ৯৭ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। অপরদিকে সেলিনা আক্তার ২৩৬ ভোট পেয়ে মহিলা অভিভাবক সদস্য নিবার্চিত হন। এ নিবার্চনে চারটি পদের জন্য ১৩ জন প্রার্থী নিবার্চনে অংশ নেন। বিদ্যালয়ের অভিভাবক নিবার্চনকে সামনে রেখে তফসিল ঘোষনার পর থেকে পুরো এলাকা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষে অস্থায়ী ভাবে স্কুল ক্যাম্পাসে সিসি ক্যামরা স্থাপন, পুলিশ মোতায়ন, ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।নিবার্চনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। নির্বাচন চলাকালীন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি,ইউনিয়ন আ’লীগের আহবায়ক অধ্যাপক আবদুল আলীম,বিদ্যালয়ের ১৩ জন এমপিও ভুক্ত শিক্ষক,৩ জন কর্মচারী সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষনা শেষ না হওয়া তথা সন্ধা ৬টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy