প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২১, ১১:০৩ পি.এম
চন্দনাইশ সাতকানিয়ায় আসিফের ৫ হাজার পরিবারে উপহার সামগ্রী বিতরণ
জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য, চন্দনাইশ বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন আহমদের ছেলে, ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ বলেছেন, বঙ্গবন্ধুর হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে অনেক ইতিহাস জেনেছি।
দেশ দ্রোহীরা জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করেনি, বাঙ্গালী জাতির স্বপ্নকে হত্যা করেছে। ওরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সব শেষ হয়ে যাবে, ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
গতকাল ১৪ আগস্ট সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভায় উল্লেখিত কথাগুলো বলেছেন। তিনি সকালে চন্দনাইশ গাছবাড়ীয়া কলেজ গেইট, চন্দনাইশ পৌরসভা, হাসিমপুর বড়পাড়া, দক্ষিণ হাশিমপুর মুন্সিবাড়ি, খাগরিয়া, কেউচিয়াসহ ৪টি ইউনিয়ন আলোচনা সভার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাস চলাকালে সাধারণ মানুষ অতিকষ্টে জীবন অতিবাহিত করছে। বিষয়টি অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি এলাকায় আ.লীগের নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
সে আলোকে শোকের মাস আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত হওয়া সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি চন্দনাইশ উপজেলার হত-দরিদ্র জন গোষ্ঠী তৃনমূল নেতা-কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এদিকে গত ১৩ আগস্ট দোহাজারী সদরে দোহাজারী পৌরসভা আ.লীগের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সভাপতি আব্দুর শুক্কুরের সভাপতিত্বে সভায় ভাচুর্যয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ'লীগের সভাপতি, আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এম.পি,
ভাচুর্যয়ালী উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় সমবায় ও কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।
সাধারণ সম্পাদক বশির উদ্দীন মুরাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাড. নজরুল ইসলাম সেন্টু, জাকের হোসেন কমরু, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, অ্যাড. নজরুল ইসলাম,
আ.লীগ নেতা ডা.আবুল হোসেন, মা্ও. আবুল কাশেম নূরী, এড.তৌফিকুল ইসলাম, যুবলীগ নেতা এরশাদুর রহমান সুমন, জসীম উদ্দীন, নিক্সন বড়ুয়া, ইব্রাহীম, শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ইলিয়াস, জেলা প্রজন্মলীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন,
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঈনুর রহমান আসিফ, ছাত্রলীগ নেতা বিপুল তালুকদার,বরাতুল হাসান বাবু প্রমূখ।
কাঞ্চনাবাদ, জোয়ারা, সাতবাড়ীয়া, বৈলতলী, বরমা, বরকল ইউনিয়ন ও দোহাজারী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, প্রতিবন্ধি, বয়স্ক, বিধবা, অসহায় ৫ হাজারের অধিক পরিবারে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল দেয়া হয়। (ছবি আছে)