প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ২:০৫ এ.এম
চন্দনাইশ সাতবাড়িয়া স্কুলের বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধন
জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে নিজেদেরকে তৈরি করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাজেটে বরাদ্দ বৃদ্ধি,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবন নির্মাণ, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই,শিক্ষা উপবৃত্তি,শিক্ষা উপকরন দিয়ে দেশকে শিক্ষিত জাতি হিসেবে গঠনের জন্য কাজ করে যাচ্ছেন। আর এর ফসল হিসেবে আজকের শিক্ষার্থীদের সুশিক্ষিত হওয়ার জন্য সময় নষ্ট না করে লেখাপড়ায় মনোযোগী হওয়ার ওয়াদা করান।
১৩ নভেম্বর দুপুরে উপজেলার সাতবা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবন, জাতীয় চার নেতা, সাত জন বীরশ্রেষ্ঠ এবং জেনারেল এম.এ.জি ওসমানীর নামে বিভিন্ন কক্ষের নামকরণ উদ্বোধন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার,আ,লীগে নেতা যথাক্রমে, আবুল বশর ভূঁইয়া, চেয়ারম্যান হাবিবুর রহমান,অধ্যাপক আবদুল আলীম, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রতন কান্তি বড়ুয়া,আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এড.সিরাজুদ্দৌল্লা, কেশুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু হেনা ফারুকী, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খায়রুল জামান সোহেল, প্রধান শিক্ষক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক দিদারুল হক দস্তগীর,যুবলীগ নেতা ফোরক আহমেদ প্রমুখ।
এর পূর্বে তিনি সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। অপরদিকে সাতবাড়িয়া কলেজে ১০ লক্ষ টাকা অনুদানে উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাদের দাওয়াত না দেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের আহবয়ক অধ্যাপক আবদুল আলীম তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে নির্মাণাধীন শহীদ মিনারটি ছাত্র শিবিরের মনোগ্রামের আদলে নির্মিত হওয়ায় তিনি ৭ দিনের মধ্যে পরিবর্তন করার দাবি জানান। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার বলেছেন,শহীদ মিনারটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হচ্ছে এবং ডিজাইনটিও প্রেরণ করেছে জেলা পরিষদ। এদিকে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সকালে কাঞ্চননগর শাহছুফি দরবার শরীফে ১০ লক্ষ টাকা ব্যয়ে ঘাটের আনুষ্টানিক উদ্বোধন করেন। ঘাটটি নির্মাণে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ, দরবারের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যয়ে ঘাটটি নির্মাণ করা হয়। এসময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল মাও. মোহাম্মদ আলী (মা:জি:আ:)। উপস্থিত ছিলেন শাহজাদা যথাক্রমে মাও.হাসান আলী, মাও.মনসুর আলী, মাও.খাজা মোবারক আলী, সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, মফিজুর রহমান, জসিম উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy