
কাপ্তাই( রাঙ্গামাটি)
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) রাইখালী ইউপি এলাকায় র্যালী এবং ইউপি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সহ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অবসর প্রাপ্ত অতিঃ পুলিশ সুপার জনাব টিপিংগ মার্মা। উক্ত অনুষ্ঠানে উপদেষ্টার বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইখালী হেডম্যান বাবলু চৌধুরী, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইউসুফ তালুকদার, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক অজয় সেন, রাইখালী সিএনজি মালিক সমিতির সভাপতি রুবেল চৌধুুুরী, ইউপি সদস্য নাসির উদ্দিন, মাচানু মার্মা ও মনুচিং মার্মা সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণ একে অপরের সাথে একত্র হয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে, তাই সমাজের নানা শ্রেণীর মানুষ যদি পুলিশকে সহায়তা করে তাহলে দেশ হতে সব ধরনের অপরাধ দূর হবে।
এ জাতীয় আরো খবর..
stromectol over the counter Cialis Madrid
If a moderate CYP3A inhibitor must be used, reduce the venetoclax dose by at least 50 medicamento priligy estudios clinicos Brody, USA 2022 06 17 13 41 39
https://drugsoverthecounter.com/# potassium supplements over-the-counter