প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২১, ১২:৩০ পি.এম
চবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বাবাকে পেটালো নিরাপত্তা কর্মী
সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু পরীক্ষার্থীর এক অভিভাবকে পিটিয়েছে মো. মিলন হোসেন নামে এক নিরাপত্তা দপ্তরের কর্মচারী।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নিরাপত্তা দপ্তরের পাশে এ ঘটনা ঘটে। আহত ভর্তিচ্ছু অভিভাবকের নাম রেজাউল করিম। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
অভিভাবক রেজাউল করিম বলেন, ‘বৃহস্পতিবার আমার দুই মেয়ে নিয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ গ্রহণ করাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসি। নিরাপত্তা দপ্তরের পাশে গাড়ি থামিয়ে আমরা নামতে যাই। এসময় মিলন নামে এক নিরাপত্তাকর্মী আমাকে গালাগাল করে গাড়িকে ভিতরে নিয়ে যেতে বলে। তখন আমি গাড়ি থেকে নামতে চাইলে মিলন আমাকে লাঠি দিয়ে মারধর শুরু করে। আমি এ বিষয়ে নিরাপত্তা প্রদানের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। পরে ওই নিরাপত্তা কর্মীর ভাই এসে আমাকে হুমকি-ধমকি দেয়, যাতে আমি প্রক্টর বরাবর অভিযোগ না দিই। পরে আমার দুই মেয়ের কথা চিন্তা করে আমি ক্যাম্পাস ত্যাগ করি।’তিনি আরও বলেন, ‘মিলন আমার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মত একটা জায়গায় এরকম আচরণ আমি আশা করিনি।’নিরাপত্তা প্রধান কর্মকর্তা শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘যিনি অভিযোগ দিয়েছেন তিনি আবার অভিযোগ প্রত্যাহার করেছেন। তারপরও প্রক্টর স্যারসহ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, মো. মিলন হোসেনকে ভর্তি পরীক্ষায় আর কোনও ডিউটিতে রাখা হবে না।’বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy