প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ৮:৪২ পি.এম
চবিতে মাদকের টাকার জন্য নিজ পিতাকে হত্যা চেস্টা
সোমেন সরকার
মাদকাসক্ত ছেলেকে টাকা দিতে অস্বীকার করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী (৫৯) কে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করেছে।গতকাল (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোড, আকবরশাহ্ লেইন, শামিম প্রাঙ্গন নামক বাড়ীতে এই ঘটনা ঘটে।পাঁচলাইশ থানা সূত্রে জানা গেছে, মাদক সেবনকারী ছেলে মোঃ শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) পূর্বের ন্যায় তার পিতা মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী (৫৯) কাছে মাদক সেবনের জন্য নগদ টাকা চায়। এসময় তিনি মাদক সেবনের জন্য নগদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ছেলে শাখাওয়াত ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারি কিল-ঘুষি লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। একপর্যায়ে ছেলে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী নিজের পিতাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাথায় গুরুতর রক্তাক্ত জখম হন। এসময় স্বামীর শোর চিৎকার শুনে স্ত্রী এগিয়ে আসলে মাদকাসক্ত ছেলে শাখাওয়াত তার মাকে প্রান নাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, ছেলের মারধরের কারণে জাফরুল আলম এর মাথায় ও হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হন। গুরুতর আহত জাফরুল আলমকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল থেকে ভিকটিম জাফরুল আলম চৌধুরী তার ছোট ছেলে শাহনেওয়াজ এর মাধ্যমে থানায় এজাহার প্রেরণ করলে বাদীর উক্তরূপ এজাহারের প্রেক্ষিতে ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৫০৬ (পেনাল কোড) ধারায় মামলাটি রুজু হয় (মামলা নং ২ তারিখ ২ সেপ্টেম্বর ২০২১)। আলোচ্য মামলার তদন্তকারী অফিসারকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করি। যার প্রেক্ষিতে আজ ভোর রাতে আসামী মোঃ শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) কে সেই বাসা থেকে গ্রেফতার করা হয়।"
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাখাওয়াত মাদক সেবনের টাকার জন্য তার পিতার ওপর হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি (তদন্ত)।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy