চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
আজ সকালে হাসপাতালের সামনে মানববন্ধনে চট্টগ্রামের সব হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন। এসময় তারা জানায়, হামলাকারীদের গ্রেপ্তার ও ক্যাম্পাস থেকে বহিষ্কার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীদের এক পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও মারামারি হয়। এর জেরে দুই পক্ষই চকবাজার থানায় অভিযোগ করেন।
রাতে নগরীর গুলজার মোড় এলাকায় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান গণি ও ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতির ডাক দেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy