চরখিজিরপুর ফকির জামে মসজিদের সাউন্ড চালানোর মেশিন চুরি
বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
আল্লাহর ঘর পবিত্র মসজিদ থেকে সাউন্ড বক্স চালানোর মেশিন চুরি করে নিয়ে গেছে কে বা কারা।
এই ঘটানাটি ঘটে, বোয়ালখালী থানার অন্তর্ভুক্ত ২ নং পশ্চিম গোমদন্ডি ইউনিয়ন তথা প্রস্তাবিত চরখিজিরপুর ইউনিয়নের ফকির মোহাম্মাদ জামে মসজিদের।
এই ব্যাপারে মসজিদের মোয়াজ্জিন সাথে কথা বলে জানা যায়, গত ২৪.০৬.২০২১ ইংরেজি রোজ বৃহস্পতি বার মুসল্লি সহকারে জামাতের সহিত যোহরের নামাজ শেষ করে যতা নিয়মে মসজিদ থেকে বের হয়ে আসে।
পরে আছরের নামাজের আযান দিতে গিয়ে দেখে, সাউন্ড চালানোর মেশিনটি আর নেই। তৎক্ষণাৎ তিনি বিষয়টি আশেপাশের লোকদের অবহিত করেন। দিনের আলোতে এইভাবেই আল্লাহর ঘর মসজিদ থেকে সাউন্ড বক্স চালানোর মেশিনটি চুরি হয়ে যাবে বিশ্বাস করতে খুবই কষ্ট হয়েছে।
জুমার নামাজ পড়াতে এসে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আলকাদেরি চুরি হওয়ার ঘটানায় খুবই দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন এমন শান্তিপ্রিয় চরখিজিরপুরে এই ধরনের ঘটানা বিশ্বাসযোগ্য হওয়া খুবই কষ্টকর। তিনি বলেন আজ জুমার নামাজ পরিচালনা করার জন্য বাহির থেকে মেশিন ভাড়া করতে হয়েছে। এই লজ্জা আমাদের সকলের। এই ধরনের নির্লজ্জের কাজ যে বা যারা করেছেন তাদেরকে একবারের জন্যও আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা নেওয়ার কথা বলেলনি বরং বার বার তাদেরকে হেদায়েতের কথা বলেছেন। দোয়া করেছেন চোরদের জন্য আল্লাহর দরবারে, তারা যেন ভালো হয়ে যান আর তাদের সংসারের সকল অভাব দুর হয়ে যাই। তারা যেন নামাজি হয়ে যায়।
তিনি কোরআন হাদিসের আলোকে জিনিস চুরি করার ব্যাপারে ব্যাপক আলোচনা করেন। তিনি সকল অন্যায় কাজ থেকে নিজেকে তথা সমাজকে হেফাজত রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
একপর্যায়ে তিনি যারা এই জিনিস চুরির সাথে জড়িত তাদেরকে হেদায়েতের পথে ফিরে আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, যখন মিশিনটি চুরি করছিলেন তখন কেউ না দেখলেও এক আল্লাহ্ উপর থেকে সব দেখেছেন। তাঁর চোখেত আর ফাঁকি দেওয়া সম্ভব নয়। সেই খোদার প্রতি যদি বিশ্বাস থেকে থাকে, তবে সবার অগোচরে মেশিনটি ফেরত দিয়ে দেওয়া জন্য চোরদের প্রতি আহ্বান জানান।
নিজ উপলব্ধি থেকে বলি, আজ আমার গ্রামে, আমাদের সামাজিক মসজিদ থেকে এই নিন্দনীয় কাজের আমি নিজেও লজ্জিত। আসুন আমারা সচেতন হয়, সমাজের সকল অন্যায় কাজের প্রতি সামাজিক আন্দোলন গড়ে তুলি তবেই সমাজ থেকে এই ধরনের নির্লজ্জের কাজ থেকে অবসান হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy