প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ৬:৫৬ পি.এম
চরফ্যাশন কারামতিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ হলেন, মাওলানা নুরুল আমিন
নাদিম হোসেন খানঁ,(চরফ্যাশন-ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন মাওলানা নুরুল আমিন। ১৩ নভেম্বর তিনি এ পদে নিয়োগ পান। এর আগে তিনি এ মাদরাসায় সহকারী অধ্যাপক পদে নিয়োজিত ছিলেন।
অত্যন্ত মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ এ শিক্ষক অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় ভোলা-৪ আসনের মাননীয় এমপি, সাবেক উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর ছাত্র-ছাত্রী, সহকর্মী ও শুভাকাঙ্খিরা।
মাওলানা নুরুল আমিন অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অভিনন্দন বার্তা আসে। তার মাদ্রাসার ছাত্ররা লিখেছেন, ‘আমার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা নুরুল আমিন হুজুর চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। হুজুরের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।আশাবাদী মাদ্রাসার স্বার্থ রক্ষায় কখনো করো সাথে আপোষ করবেন না। অভিনন্দন ও শুভকামনা আপনার আগামীর জন্য।’
প্রসঙ্গত, ইতোপূর্বে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার শিক্ষার গুণগতমান উন্নয়নে মাওলানা নুরুল আমিন এর বাবা মরহুম মাওলানা নুরুল ইসলাম ব্যাপক অবদান রেখে গেছেন। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকাবাসী জানান মরহুম মাওলানা নুরুল ইসলাম প্রায় চার দশক ধরে এ মাদরাসা পরিচালনা করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy