চরফ্যাশন বেতুয়ায় অজ্ঞাতনামা দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার
নাদিম হোসেন খান ,চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চরফ্যাশন থানা পুলিশ মেঘনা নদীর তীর থেকে লাশ দুটি উদ্ধার করে।
তবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানান, বেতুয়ার লঞ্চঘাট এলাকার প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে দুই ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। চরফ্যাশন থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এখন পর্যন্ত দুই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ দুটির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আগে বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে গিয়ে মেঘনা নদীর তীরে হাঁটার সময় প্রথমে একটি ভাসমান লাশ দেখতে পাই। পুলিশে খবর দিলে তারা আরও একটি লাশ দেখতে পান।
চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, একটি ভাসমান লাশের খবর পেয়ে ওই স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের অনুমান বয়স নির্ধারণ করা গেলেও নাম পরিচয় জানা যায়নি।
লাশ দুটি কোনো জেলের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিচয় সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ভোলা মর্গে পাঠানো হয়েছে।