প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ২:৫৬ এ.এম
চরফ্যাসন প্রেসক্লাব থেকে ইয়াছিন মোহাম্মদ সহ তিনজনকে বহিষ্কার
নাদিম হোসেন খান,চরফ্যাসন উপজেলা প্রতিনিধিঃ
চরফ্যাশন প্রেসক্লাবের এক সাধারণ সভায় ক্লাবের সদস্য ইয়াছিন মোহাম্মদ কে সাময়ি বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় চরফ্যাসন প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়৷
প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে সভায় উপস্থিত একাধিক সদস্যগণ ইয়াছিন মোহাম্মদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, ক্লাবের সদস্যদের সাথে অসদাচরণ, হুমকি-ধামকি ও অন্যান্য অনিয়মের লিখিত অভিযোগ উত্থাপন করে তার বহিষ্কার চান৷ সাধারণ সভায় বিষয়টি উত্থাপন করলে সকলের কণ্ঠ ভোটের মাধ্যমে এবং একযোগে হাত তুলে সর্বসম্মতিক্রমে চরফ্যাসন প্রেসক্লাবের সদস্য পদ থেকে ইয়াছিন মোহাম্মদ কে সাময়িকভাবে বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
একই অভিযোগে সাংবাদিক এ আর এম মামুন কে স্থায়ী বহিস্কার করা হয়েছে। এছাড়াও অপর সদস্য শাহ গোলাম মাওলার পরিবারের সদস্যদের রাষ্ট্রবিরোধী জঙ্গীবাদী কর্মকার্ন্ডের সাথে সম্পৃক্ততা পাওয়ার অভিযোগে শাহ গোলাম মাওলাকেও স্থায়ী বহিস্ককার করা হয় এ সভায়৷ এ সিদ্বান্ত অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে কার্যকর হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy