প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২০, ৮:৫১ পি.এম
চলনবিলের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন
কাইয়ুম মাহমুদ চলনবিল প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ, চিত্রাংকন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মো: ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ য়োরম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস য়োরম্যান আনোয়ার হোসেন খান, সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, ওসি মাহবুবুল আলম, ইউপি চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ। অনুষ্টান শেষে প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy