কাইয়ুম মাহমুদ চলনবিল প্রতিনিধি :
চলনবিলের তাড়াশে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। আজ শনিবার সকালে তাড়াশ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিঘী সগুনা এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। মিশ্র জাতের রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ৩৭০.৩৭কেজি পোনা মাছ অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সিনিয়র সহকারী পরিচালক, রাজশাহী মোক্তাদির খান, মৎস্য জরিপ কর্মকর্তা সিরাজগঞ্জ শরিফুল আলম, তাড়াশ থানা অফিচার্জ ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ সহ অনেকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy