মোঃকাইয়ুম মাহমুদ ,চলনবিল :
চলনবিলের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কে সাতটিকরি তালতলা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ওসি নুরনবী প্রধান ও এস আই আনোযারের নেতৃত্বে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একটি অভিযানিক দল রাজশাহী থেকে সিরাজগঞ্জ গামী রাব্বী পরিবহন- –রাজ -১১-০১-২৯ বাসে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিল সহ রাজশাহীর চারঘাট থানার ইউসুফপুর সীপাহী পাড়া গ্রামের মোঃ আব্দুল লতিফের স্রী আকলীমা খাতুন (৪৫) কে আটক কওে হাটিকুসরুল হাইওয়ে থানা পুলিশ ।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ ওসি নুরনবী প্রধান বলেন ,হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মাদক নির্মূলে বদ্ধ পরিকর । নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে এবং নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..