শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে এক যাত্রী আহত হয়েছেন। ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের আউটার সিগনাল এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম আনোয়ার হোসেন (৫৬)। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা। আনোয়ার সরিষাবাড়ির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে হিসাবরক্ষক হিসেবে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান। মামুন রহমান জানান, ‘ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা শুনেছি। তবে আহত ব্যক্তি আমাদের কিছু জানাননি।’
গফরগাঁও জিআরপির ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেন স্টেশনের আউটার সিগনাল এলাকায় ধীরগতিতে যাচ্ছিলো। এসময় বস্তি এলাকা থেকে কেউ পাথর নিক্ষেপ করে। পাথরটি ট্রেনের যাত্রী আনোয়ার হোসেন নামে একজনের কপালে লেগে সামান্য কেটে গেছে।’
তিনি বলেন, ‘খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে, কোনো শিশু হয়তো পাথর নিক্ষেপ করতে পারে। তবে এমন ঘটনা যেন আর না ঘটে। সেজন্য আমরা স্টেশন এলাকায় নিয়মিত অভিযান চালাব।’
এর আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার পরঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া এ ঘটনায় একজন আহত হন।
ডাকাতদের ছুরিকাঘাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার ওয়াহিদের ছেলে নাহিদ মিয়া ও জামালপুর শহরের বাগেড়হাটা বটতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে সাগরের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় নিহত সাগরের মা হনুফা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা দায়ের করে। এ মামলায় নগরীর কেওয়াটখালি এলাকা থেকে শিমুল মিয়াকে (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
পরে আদালত ২৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy