ডেস্ক: পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার খালিদ ওয়াজির আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার সঙ্গে যুদ্ধ করছিলেন।
খালিদ ওয়াজিরের জন্ম ১৯৩৬ সালে, ভারতের জালান্দরে। তিনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার সৈয়দ ওয়াজির আলীর সন্তান। তার বাবা জাতীয় দলের হয়ে সাতটি টেস্ট খেলেছিলেন। তবে ওয়াজির সুযোগ পেয়েছেন কেবল দু’টি টেস্ট খেলার।
১৯৫৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে জাতীয় দলে অভিষেক হয় তার। দুই টেস্টে মাত্র ১৪ রান নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় ওয়াজিরের। ১৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ২৭১ রান। নিয়েছেন ১৪ উইকেট।
ওয়াজিরের সবচেয়ে সফল পারফর্ম্যান্স ছিল ল্যাঙ্কশায়ার লিগে। পশ্চিম ল্যাঙ্কশায়ারের বিপক্ষে ৫৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy