প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২১, ৬:১০ পি.এম
চসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা ২৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
বিষয়টি জানিয়েছেন চসিকের প্রধান নির্বাহী কাজী মোজাম্মেল হক।
তিনি জানান, প্রথম সাধারণ সভায় ১০০ দিনের কর্মসূচি বাস্তবায়ন, সমন্বিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ সংক্রান্ত ধারণা প্রদান, স্থায়ী কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক আলোচনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বিষয়ে আলোচনা হবে।
গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ১১ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। ওই হিসেবে শপথের ১২তম দিনে প্রথম সাধারণ সভা হতে যাচ্ছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অ্যাক্ট ২০০৯ অনুযায়ী, মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে প্রথম সাধারণ সভা করার বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বাধীন পঞ্চম পর্ষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৫ আগস্ট। ২০২০ সালের ১১ মার্চ পর্ষদটির সর্বশেষ সাধারণ সভা হয়েছিল। মোহাম্মদ মনজুর আলমের নেতৃত্বাধীন চতুর্থ পর্ষদের প্রথম সাধারণ সভা হয়েছিল ২০১০ সালের ২৫ জুলাই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy