মোস্তাক আহমদ- প্রতিবেদকঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আপন ভাইয়ের হাতে খুন হন নিজাম উদ্দীন মুন্না (৩০) । তিনি নগরীর ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামীলীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমদের কর্মী । ঘাতক সালাউদ্দীন কামরুল একই ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী ।
নগরীর পাহাড়তলী থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।
অপরদিকে নগরীর ১৩ নং ওয়ার্ডের ঝাউতলা এলাকায় ইউসেফ আমবাগান স্কুল কেন্দ্রে আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দীন নামের একজন নিহত হন । তিনি আওয়ামীলীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী বলে জানা গেছে ।
এই হত্যার জন্য ১৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ কাউন্সিলর প্রার্থী ওয়াসিম চৌধুরীর অনুসারীদের দায়ী করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রামের লালখান বাজারে আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়েছে । গতকাল রাত থেকেই এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছিল । সকালে ভোট শুরুর পর থেকে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় । ইট-পাটকেল নিক্ষেপ , ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এতে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে ।
এদিকে পুলিশ সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে । এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy