প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২১, ৭:৪২ পি.এম
চসিক নির্বাচনে সহিংসতায় ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দুটি পৃথক সহিংশতার ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত এবং অন্তত ৫জন আহত হয়েছে৷
নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনি সহিংসতার সময় গুলিতে আলম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
অন্যদিকে পাহাড়তলী থানাধীন ১২নং সরাইপাড়া ওয়ার্ডে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুন্না নামের এক যুবলীগ কর্মী ঘটনাস্থলেই মারা যায়৷
এছাড়া নগরীর লালখান বাজার, পশ্চিম ষোলশহর, প্রবর্তক মোড় এলাকায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৩জন আহত হয়েছে ।
এর আগে আজ সকালে উৎসব মূখর পরিবেশে নগরীর ৪১ টি ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হয়৷ প্রায় সব গুলো কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীতে বিজিবি'র টহল চলছে৷
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy