প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২১, ১:০২ এ.এম
চসিক নির্বাচন: জামানত হারালেন ৬ মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) বিজয়ী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ছাড়া অন্য ৬ মেয়র পদপ্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।
তারা হলেন- বিএনপির ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি প্রতীক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর এম এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস্ পার্টির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।
ইসি সূত্র জানায়, নির্বাচনে যত ভোট পড়ে তার ৮ ভাগের একভাগ বা ১২ দশমিক ৫০ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।
চসিক নির্বাচনে মেয়র পদে ভোট পড়েছে ২২ দশমিক ৫২ শতাংশ। জামানত ফেরত পেতে মেয়র পদপ্রার্থীকে ন্যূনতম ৫৪ হাজার ৪৩৬ ভোট পেতে হতো। প্রকাশিত ফলাফলে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
এছাড়া খোকন চৌধুরী পেয়েছেন ৮৮৫ ভোট, এম এ মতিন পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট, মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৮০ ভোট, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট এবং আবুল মনজুর পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট। পক্ষান্তরে নির্বাচনে বিজয়ী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম জানান, জামানত ফেরত পাওয়ার মতো ভোট ৬ মেয়র পদপ্রার্থী পাননি। তাই তারা জামানত হারিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy