চট্টগ্রাম ব্যুরোঃ
সুরক্ষা পরিষদ চট্টগ্রাম বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবিতে নগর ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু তার আগে আজ বুধবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ফলে ৯টার পরে আসা কেউ নগর ভবনে ঢুকতে পারেনি। এতে বিপাকে পড়েছে সিটি করপোরেশনের অনেক কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, বুধবার সকাল নয়টায় নগর ভবনের ফটকে তালা দেন সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ। ফলে কোনো কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে ঢুকতে পারেননি। কর্মচারীরা টাইগারপস সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেন। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে সাড়ে ১০টার দিকে ফটক খুলে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের এক কর্মচারী বলেন, ‘সাধারণত ৯টা থেকে ১০টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে আসেন। আজ আমি সাড়ে নয়টায় নগর ভবনে আসি। তখন গেটে তালা দেওয়া দেখতে পাই। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তাও বলছেন না। বাধ্য হয়ে কর্মকর্তা-কর্মচারী প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরে সাংবাদিকরা এলে ফটক খুলে দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, নয়টার পরে যারা এসেছেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সোয়া নয়টার দিকে ফটকে তালা লাগানো হয়েছে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে আমাদের অফিস ৯টা থেকে শুরু হয়। এদিকে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও বের হতে হতে অনেকের ৬টা থেকে ৭টাও হয়। ফলে অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে আসেন দেরি করে। মেয়র সাহেবের নির্দেশ দিয়েছিলেন সবাই যেন সময়মতো অফিসে আসে। এটা আমাদের রুটিন কাজ।
এ প্রসঙ্গে জানতে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিরের মোবাইল ফোনে কল করা হলেও তাদের পাওয়া যায়নি।
এদিকে, করদাতা সুরক্ষা পরিষদ ও মেয়রপন্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সর্তক অবস্থানে আছে পুলিশ। টাইগারপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নগর ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। নগর ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy