সূর্যোদয় অনলাইন ডেস্ক,
চাঁদপুরে হাজীগঞ্জে পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ জবানবন্দি দেন তিনি। রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামালউদ্দিন আব্বাসীকে। পূজামণ্ডপ ও মন্দিরে হামলার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে- অন্যদের সঙ্গে নিয়ে হামলায় অংশ নিয়েছিলেন আব্বাসী।
গত ১৩ অক্টোবর রাত ৮টার পর হাজীগঞ্জ বাজারে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ আখড়া ও পাশের রামকৃষ্ণ মিশন মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। ঐ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০টি মামলা করে। এসব মামলায় অজ্ঞাত প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এরই মধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy