চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনিছুজ্জামান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে তিনি মারা যান।
আনিছুজ্জামান মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের বাসিন্দা। থাকতেন মতলব পৌরসভা এলাকার কলাদী এলাকার নিজস্ব বাসায়। তার স্ত্রী ও একমাত্র সন্তান থাকেন ঢাকায়। আনিছুজ্জামানের বাবা আব্দুল মান্নান চৌধুরী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
মতলব দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানা, বুধবার দিবাগত রাতে আনিছুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, করোনা পরীক্ষার জন্য আনিছুজ্জামান মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে গত ২৭ জুন ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
আনিছুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মরহুমের দাফন ও নামাজে জানাজা স্বাস্থ্যবিধি মেনে মতলব পৌরসভা এলাকার ভাটিরগাঁও গণকবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy