
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার প্রবেশদ্বার ঐতিহ্যবাহী চাঁদপুর সমাজ উন্নয়ন পরিষদ এর উদ্যােগে ফ্রী খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত খৎনা ক্যাম্পে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব প্রপার্টিজের চেয়ারম্যান মোঃ ইলিয়াস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী ফৌজুল আজিম,মোঃ ফরিদুল আলম সওদাগর, মাষ্টার জাফর আহমেদ, মুহাম্মদ ছৈয়দুল হক, মাষ্টার ফারুক হোসেন, মোহাম্মদ হোছাইন, মোঃ দিদার হোছাইন,মোঃ ইলিয়াস, মোঃ শেখ হেলাল উদ্দিন প্রমুখ, এতে ডাঃআবুল কালাম আজাদ এর তত্বাবধানে খৎনা ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃএম এন আলম,ডাঃকাজী কলিমউদ্দিন, ডাঃমো আফনান চৌধুরী ,ডাঃনিয়াজ মোর্শেদ।এতে প্রায় ত্রিশজন ছেলেকে সম্পূর্ণ ফ্রী খৎনা করা হয়। এতে বক্তারা বলেন এই সংগঠন প্রতিবছর ন্যায় এই বছরও খৎনা ক্যাম্প পরিচলনা করার জন্য আমরা তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি,তাদের এইসব সামাজিক কাজে আমরা তাদের সাথে আছি থাকব ইনশাআল্লাহ, বক্তারা আরো বলেন একটি আধুনিক সমাজ বিনির্মানে আরো ঐক্যবদ্ধ থাকবেন, এই সবকাজ ধরে রাখার চেষ্টা করবেন, আর আপনারাই পারবেন এই সমাজকে পাল্টিয়ে দিয়ে, এতে প্রধান অতিথি ও সভাপতি আরোও বলেন “যুগ- জমনা পাল্টে দিয়ে চাইনা অনেকজন এক মানুষে আনতে পারে জাতীর জাগরণ,তার মানি একজন মানুষ নয় একটা সংগঠনে আনতে পারে একটা সুন্দর আধুনিক সমাজ।এতে অত্র সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আবু তালেব (সভাপতি), মোঃ ইসহাক (সহ-সভাপতি) মোহাম্মদ হাফেজ জহির (সহ-সভাপতি), মোঃ মামুনুর রশীদ (সাধারণ সম্পাদক), মোহাম্মদ কফিল উদ্দিন (সহ-সাধারন সম্পাদক),মোঃ নজরুল ইসলাম (সহ-সাধারন সম্পাদক),মোঃ ওমর ফারুক (অর্থ সম্পাদক), মোঃ এনাম(সহ অর্থ – সম্পাদক) মোঃ শাহাদাত (সাংগঠনিক সম্পাদক), মোঃ রাশেদ উদ্দিন (সহ – সাংগঠনিক সম্পাদক), গোফরান আহমেদ (প্রচার সম্পাদক) মোঃ ইয়াছিন (সমাজ সেবা সম্পাদক) সহ প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply