চাঁদপুর জেলা ব্র্যান্ডিং পণ্য ইলিশ ই-কমার্সের মাধ্যমে বাজারজাতকরণের উদ্দেশ্যে অংশীজন কর্মশালা এবং ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ শীর্ষক ক্যাম্পেইনের সূচনা সভা সম্পন্ন হয়েছে। ২৮ আগস্ট শনিবার ১১টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ভার্চ্যুয়ালি এ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিটি ডিভিশন এর সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ বলেন, ‘ইলিশ শুধু চাঁদপুরের সম্পদ নয়, সারাদেশের সম্পদ। আজকের এই উদ্দ্যোগের জন্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই করোনা মহামারীতে এধরনের অনুষ্ঠান করা খুবই ভালো উদ্যোগ। সম্ভবত এসময়ে অন্য কোন জেলায় এধরণের আয়োজন হয়েছে কিনা জানা নেই। শুনে ভালো লাগলো ইলিশের আচারও নাকি হয়। আসলে এটা একটা ব্যতিক্রম ধর্মী। চাঁদপুরে দেখেছি ইলিশ নিয়ে উৎসব হয়, মেলা। এ উৎসবে দেখেছি নানারকমের রান্না হয়। চাঁদপুরের এই ইলিশ নিয়ে আমি গর্বিত, কারণ চাঁদপুরের পাশেই আমার জন্ম। ইলিশ নিয়ে এসময়ের এ আয়োজন অনেক গুরুত্বপূর্ণ। চাঁদপুর শুধু ইলিশ নিয়েই নয় অনেক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, আমি ইলিশ ঠিকমত চিনতাম না মানে পদ্মার নাকি সমুদ্রের। তবে এধরণের প্লাটফর্ম থেকে আমি খুব সহজেই পদ্মা ও সাগরের ইলিশ চিহ্নিত করতে পারবো। তাই এখন ঠকে যাওয়ার কোন কারণ থাকবে না।
সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, ড্রেজারের বিষয় আমরা জিরো ট্রলারেন্সে আছি। পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয় এসে শহররক্ষা বাঁধ পর্যবেক্ষণ করে বলেছেন ডুবোচরগুলো কেটে ফেলতে হবে। ব্যবসা সবাই করবে কিন্তু লাইসেন্সবিহীনভাবে কেন ব্যবসা করবে। আগত উদ্যোক্তাদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, ইলিশ ও পর্যটন মাথায় রেখে কাজ করে যান। এ ব্যাপারে যত সহযোগিতা দরকার আমরা করবো। আর আপনাদের কাজের ব্যাপারের বেশি বেশি প্রচার করতে হবে।
ভার্চ্যুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. আব্দুল মান্নান পিএএ, যুগ্ম সচিব ও যুগ্ম পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির প্রমূখ।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় অতিথিদের মধ্যে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট মো. দৌলতুজ্জামান খাঁন, ই কুরিয়ার এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষাল রাহুল, ই-কমার্স সহসভাপতি সাহাব উদ্দীন শিপন, ওমেন ইন ই-কমার্স ফোরামের এর সভাপতি নাছিমা আক্তার নিশা প্রমূখ।
উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন মজুমদার, , চাঁদপুর জেলা মৎস সমিতির সভাপতি মানিক জমাদার, সাধারণ সম্পাদক মো. সবেবরাত প্রমূখ।
জেলা প্রশাসনের জেলা ব্র্যান্ডিং কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসান ও জেলা ব্র্যান্ডিং পণ্যের ই-কমার্সের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন এটুআই এর ন্যাশনাল কনসালটেন্ট শাহারিয়ার হাসান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy