নওগাঁ প্রতিনিধি: চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রহমান বনরাজসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে নওগাঁ শহরের খাস-নওগাঁ এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন, ওই এলকার রাসেল রহমান, রায়হান আলম ও সিফাত হৃদয়।
মামলার এজহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহরের পোশাকের দোকানের কর্মচারী ও জেলার মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা রিপন ও তাঁর স্ত্রী শান্তনা খাতুন সাত-আট মাস ধরে নওগাঁ পৌরসভার খাস-নওগাঁ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। রোববার রাত ১০টার দিকে কাউন্সিলর গোলাপ রহমান বনরাজের নেতৃত্বে স্থানীয় সাত-আটজন যুবক রিপনের ভাড়া বাসায় যান। তারা ওই সময় রিপন ও শান্তনাকে প্রকৃত স্বামী-স্ত্রী নয় দাবি করে রিপনের স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য কাউন্সিলর বনরাজ, রিপনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রাতের মধ্যে মুঠো ফোনের মাধ্যমে টাকার ব্যবস্থা করতে বলে তারা ওই দম্পতির ফ্লাটে বাইরে থেকে তালা মেরে যান ।
সোমবার সকাল ১০টার দিকে রিপনের বাসায় চাঁদার টাকা হস্তান্তর হওয়ার কথা ছিল। রিপনের স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউন্সিলর বনরাজ ও তার সঙ্গী রাসেল, রায়হান এবং হৃদয়কে আটক করেন। পরে চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগ এনে রিপন কাউন্সিলর বনরাজসহ আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
ভুক্তভোগী রিপন জানান, দুই বছর আগে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। অথচ কাউন্সিলর ও তার সঙ্গীরা তারা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ তুলেছেন। তিনি আরও জানান, তারা তার স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে কাউন্সিলর বনরাজ এলাকার ছেলেদের নিয়ে পিকনিক (ভোজ) করার জন্য ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে বলেন।
নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল বিন আহসান বলেন, চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগী রিপন মামলা করেছেন। কাউন্সিলর বনরাজসহ গ্রেপ্তার চার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy