তানিয়া আহমেদঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), বুধবার (২১ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় সদর উপজেলার শিল্পকলা একাডেমীর সামনের সড়ক হতে ৮১ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হল-শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ পারভেজ হাসান জুয়েল (২৪) ও একই গ্রামের মোঃ সুখন আলীর ছেলে মোঃ মাসুদ রানা (৩২)।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার বৃহস্পতিবার জানান, এস আই আসগর আলীর নেতৃত্বে এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শিল্পকলা একাডেমী সড়কে টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচারকালে জুয়েল ও মাসুদকে আটক করা হয়।
এ সময় তাদের মোটরসাইকেলটি তল্লাসি করে ইঞ্জিন ও সীটেরনীচে থেকে ৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদেরকে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মদাক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy