প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ১:৩৬ এ.এম
চাঁপাইনবাবগঞ্জে চৌডালায় পতিতালয়ে অভিযান, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে চৌডালায় পতিতালয়ে অভিযান, গ্রেপ্তার ৫
শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ওই পতিতালের পরিচালকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড ব্যাটলিয়ন অ্যাকশন। শনিবার (১৯ জুন) সন্ধায় ওই এলাকার বেলাল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৯ জুন) রাতে র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়; গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেলাল বাজারে একটি তিন তলা বিশিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে ওই পতিতালয়ের দুজন পরিচালকসহ জেলার বাইরের ৩জন নারীকে অবৈধ কাজ করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পতিতালের পরিচালকরা হলেন-একই এলাকার মোস্তফা আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও হুমায়ন কবিরের মেয়ে জোবেদা বেগম (২৫)।
গ্রেপ্তারকৃত পতিতারা হলেন- চট্রগ্রাম জেলার ইপিজেড এলাকার বন্দর টিলা (ফ্রিপোর্ট) এলাকার মৃত রুস্তম আলীর মেয়ে নুপুর (২১), টাংগাইল জেলার মির্জাপুর এলাকার ত্রিমহনী গ্রামের আশেক আলীর মেয়ে আশামনি (১৭) ও ভোলা জেলার চরফ্যাশন এলাকার হাজারীগঞ্জ (খেজুরগাইছা) গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রহিমা খাতুন (২৩)।
পরিচালক দুজন দুঃসম্পর্কের শালিকা- দুলাভাই। তারা ভাড়াটে বসত বাড়িতে দীর্ঘদিন থেকে এ অবৈধ কাজ করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা (পরিচালক) দুজন এ কথা স্বিকার করেছেন। ওই ৩ জেলার নারীরাও তারা তাদের অবৈধ কৃতকর্মের কথা অকপটে স্বিকার করেছে বলে জানায় র্যাব-৫।
এ সময় ১৪টি নিরাপদ কনডম, ১৮ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট,নগদ ১ হাজার ১০০টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy