চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকায় র্যাবের হাতে হেরোইনসহ আটকের একদিন পর সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মারা গেলেন মামলার আসামি আফসার আলী।
মারা যাওয়া আফসার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ার মোহাসিন আলীর ছেলে। তিনি রবিবার দুপুরে এক কেজি ১৯৫ গ্রাম হেরোইনসহ বাগডাঙ্গার শুকনাপাড়া এলাকার একটি আমবাগানের সামনে র্যাবের হতে ধরা পড়েন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, হেরোইনসহ আটকের পর র্যাব চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আফসারকে পুলিশের কাছে হস্তান্তর করে।
সোমবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আদালত থেকে তাকে নিয়ে এসে থানা হাজতে রাখা হলে ৭টা ২০ মিনিটে সে হাজতখানার স্ট্যান্ড ফ্যানের তার দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন’।
এদিকে, ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ মঙ্গলবার সকালে মরদেহ পরিদর্শন শেষে হত্যার প্রাথমিক কারণ জানানো হবে’।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy