প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২১, ৯:০৬ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে স্বামী-স্ত্রী কলহের জের, গৃহবধূ আত্মহত্যা
জুলকার নাইন, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আলীনগর এলাকায় ফাতেমা (১৮) নামে ১ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উচালিয়া পাড়া সরাইল বি. বাড়িয়া এলাকার সোহেল মিয়ার মেয়ে এবং ওসমান আলীর সহধর্মিণী ফাতেমা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব ও কলহের জের ধরে ফাতেমা ঘরে খাটের উপর চেয়ারে উঠে ওরনা পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে যায়।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy