রোস্তম আলী: রংপুর
রংপুরে চতুর্থ দিনে কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা আগের দিনের চেয়ে তিন গুণ বেড়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) রংপুর বিভাগের ৮ জেলায় রেকর্ড সংখ্যক ১৪ হাজার ২২৪ জন টিকা নিয়েছেন। এ নিয়ে গত চার দিনে রংপুর বিভাগে কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৭৬ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে রংপুরে ২ হাজার ৭৯৮ জন, পঞ্চগড়ে এক হাজার ৫৪৫ জন, নীলফামারীতে এক হাজার ৫৭০ জন, লালমনিরহাটে এক হাজার ২৬ জন, কুড়িগ্রামে এক হাজার ১৬৩ জন, ঠাকুরগাঁয়ে এক হাজার ৬৯৪ জন, দিনাজপুরে ৩ হাজার ২৬৭ জন এবং গাইবান্ধায় এক হাজার ১৬৭ জন টিকা নিয়েছেন।
সরেজমিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার টিকা দান কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুলিশ ও বিজিপির অনেক সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ টিকা নেওয়ার জন্য ভিড় করেছেন। এতে স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। মানুষ লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিয়েছেন। হাসপাতালে নিচতলায় পুরুষদের জন্য ৮টি বুথ খেলা হলেও এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগীয় পরিচালক জানান, রংপুর বিভাগের দুই মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকা নিচ্ছেন সবাই। এ যাবত টিকা নেওয়ার পর কেউই অসুস্থতা অনুভব করেনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy