রানা,পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার গলাচিপায় উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে,, চিকনিকান্দী সেচ্ছাসেবক সংগঠন,,।১.১কেজি চিনি, ২.আধা কেজি খেজুর,৩.১কেজি চিরা,ও ৪.১২৫ গ্রাম ট্যাগ। চিকনীকান্দী ইউনিয়ন মধ্য গরিব অসহায় মানুষের মাঝে বিতরন করেন।
এবং আরো জানান শীতের মৌসুমে ২০০পীচ শীত বস্র বিতরণ করেছেন এবং এখন
তারা প্রথম রোজা ১৫.০৪.২০২১ বুধবার থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী দিয়ে আসেন। তারা এ
বছর দুইশত পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছেন,এবং আরো বিভিন্ন ভাবে অসহায় মানুষের সহায়তা করার প্রতিশ্রতি দিয়েছেন।
এই সংগঠনে যারা কাজ করেন ১.মোঃআতিকুর রহমান২.মোঃশাহরিয়ার রাকিব ৩.মোঃরাকিব গাজী ৪.মোঃ আলমাছ ৫.রিপন গাজী ৬.মোঃ সোয়েব মাহামুদ আরো অনেকে তারা নিঃস্বর্থ ভাবে কাজ করেন, চিকনীকান্দী বাসীর জন্য।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy