হুমায়ূন কবির,
চিকিৎসার জন্য দিল্লি নেয়া হলো তোফায়েল আহমেদকে
অসুস্থ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নেয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোফায়েল আহমেদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তোফায়েল আহমেদের হাটে রিং বসানো হয়েছিল। সেটা চেকআপের জন্য তাকে দিল্লিতে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে কিছুটা অসুস্থবোধ করছেন তিনি।
দিল্লির মেডান্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রবীণ এই রাজনীতিবিদকে।