কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাঁচকোল ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী করোনা মহামারীর পর নদী তীরবর্তি মানুষের অন্যতম একটি বিনোদন নৌকাবাইচে ঢেউয়ের মধ্যে মাঝিদের সাজ আর বাদ্যের ঝংকার এবং দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে ব্রহ্মপুত্র নদের তীর। গতিময় নৌকার অনবরত বৈঠা চালানো দেখে মুগ্ধ শত শত মানুষ।
কঁাচকোল এলাকাবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মো.রেজাউল করিম,চিলশারী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো.মাহবুবুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম,রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
বিভিন্ন এলাকার ১৬টি টিমের নৌকার মধ্যে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকালে উদ্বোধনী দিনে হাকাওগাড়ী চিলমারী নদী বন্দর টিমের নৌকা ও রৌমারী দুরন্ত চিতা টিমের নৌকার মাঝে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হয় হাকাওগাড়ী চিলমারী নদী বন্দর টিম।