কুড়িগ্রাম জেলার চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে গরীব, অসহায় ও বন্যার্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বন্যার্ত, অসহায় ও গরীব পরিবারের খোঁজখবর নিয়ে তার নিজের বেতনের টাকা দিয়ে কেনা ঈদ সামগ্রী, চাল, সেমাই, চিনি, দুধ এবং শিশুদের জন্য জামাকাপড় বিতরণ করেন।
এসময় অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর ছোট পুত্র আরাফাত হোসেন রিফাত এবং অফিসার ফোর্স সঙ্গে ছিলেন।
উপহার সামগ্রী বিতরণকালে ওসি আমিনুল ইসলাম বলেন, আমাদের মানবিক এসপি মহিবুল ইসলাম খান বিপিএম স্যার নিজস্ব উদ্যোগে জেলার অসহায় ও বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।স্যারের মানবতাকে আমি অনুসরণ করি।তাই আমার বেতনের টাকা থেকে এই সামান্য উপহার বন্যার্তদের মাঝে দিলাম, ঈদের দিন যাতে একবেলা খেতে পারে। আমি যতদিন চাকরিতে থাকবো চেষ্টা করব সাধ্যমত সকলের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন, চিলমারী মডেল থানা একটি জনবান্ধব থানা। আপনারা যেকোন সমস্যা নিয়ে চলে আসবেন কোন ভয় পাবেন না, আমরা সকলের সমস্যার সমাধানের চেষ্টা করবো।