কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্ত মানুষের মাঝে জাকের পার্টি ত্রাণ বিতরণ করে। শুক্রবার চিলমারী উপজেলার গাজীতলা, মনতলা ও খড়খড়িয়া এলাকায় বন্যার্ত ৩'শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বন্যাবিধ্বস্ত কুড়িগ্রামের চিলমারীর অসহায় মানুষের দুঃখ দুর্দশার খোজ নেয়া এবং তাদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারকে চিলমারীরতে পাঠান।
জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব রংপুর বিভাগীয় এবং কুড়িগ্রাম জেলা ও চিলমারী উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ব্রহ্মপুত্র নদের প্রবল বন্যার তোড় অতিক্রম করে বানভাসি নারী, পুরুষ ও শিশু কিশোরদের হাতে রান্না করা খাবার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জাকের পার্টি রংপুর বিভাগের সভাপতি আশরাফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সভাপতি সাহেব মিয়া, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলী, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন চৌধুরী, জাকের পার্টি যুবফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মশিউর রহমান চাঁদ, চিলমারী উপজেলা জাকের পার্টির সভাপতি সালু মিয়া, চিলমারী উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রজব আলীসহ জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার বানভাসি মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণকালে বিপদে সকলকে ধৈর্য্য ধারনের আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy