কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় আজ ২১ অক্টোবর একটি বিরল প্রজাতির বাঘাইর মাছ পাওয়া গেছে।
কুড়িগ্রাম জেলার মাছের জন্য বিখ্যাত উপজেলা চিলমারি। যেখানে প্রায়ই বড় বড় বিরল প্রজাতির মাছ জেলেদের জালে আটকা পড়ে।
জেলার বিভিন্ন প্রান্তের মানুষ তাই প্রায়শই মাছের জন্য চিলমারি তে ভিড় করে। ভোরে চিলমারি উপজেলার নয়ারহাট ইউনিয়নের মোঃ আশাদুল ইসলামের জালে ব্রহ্মপুত্র নদে মাছটি আটক হয়।
মাছটি পেয়ে আশাদুল আপ্লুত। তার চোখে আনন্দাশ্রু।সে বলে আমি ঋণ গ্রস্ত মানুষ।আল্লাহ আমার দিকে তাকিয়েছেন তাই মাছটি আমার জালে পাঠিয়েছেন।ছেলে মেয়ে নিয়ে এখন একটু স্বস্তি তে থাকতে পারবেন।
মাছটি ১,২৫,০০০(এক লক্ষ পচিশ হাজার) টাকায় বিক্রি করতে পারবেন ওই জেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি থানাহাট বাজারে ১২০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..