কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চিলমারী মডেল থানার উদ্যোগে মাদক, জঙ্গি বাল্যবিবাহ মুক্ত করতে এবং করোনা ভাইরাস সচেতনতায় এলাকা এলাকায় উঠান বৈঠক করছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
সোমবার সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ পুরাতন কার্যালয়ের সামনে জনগনের মাঝে উঠান বৈঠক করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম ও উক্ত ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এসআই আলমাস হোসেন।
উঠান বৈঠকে বর্তমান পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ওসি আমিনুল ইসলাম। চিলমারীকে আধুনিকায়ন করতে হলে মাদক, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত করতে হবে। সেই সঙ্গে মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতা মূলক আলোচনা করেন। ওসি আমিনুল ইসলাম নিজেই উঠান বৈঠকে উপস্থিত থেকে মাদক, জঙ্গি বাল্যবিবাহ মুক্ত করতে এবং করোনায় সচেতনতা বৃদ্ধি কল্পে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার, কুড়িগ্রামের নির্দেশনায় উঠান বৈঠক চলমান রেখেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy