কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্তদের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস এর উদ্যোগে বন্যার্ত মানুষের সাহাযার্থে জরুরি ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় থানাহাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন। টিএমএসএস এর উপকারভোগী বন্যা কবলীত দুস্থদের মাঝে চাল ৫ কেজি, সেমাই ৪ প্যাকেট, বিশুদ্ধ পানি ২ লিটার, কোকাকোলা কোমল পানীয় ১ টি, মাক্স ৫টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কনসালটেন্ট মোঃ আনোয়ারুল ইসলাম বাচ্চু , পরিচালক অপারেশন ফোর মোহাম্মদ আলী মিঠু, যুগ্ন পরিচালক নির্বাহী সচিবালয় মোঃ মমিনুল ইসলাম,জোনাল ম্যানেজার কুড়িগ্রাম জোন শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক কুড়িগ্রাম নাগেশ্বরী রুহুল আমিন, চিলমারী শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন প্রমুখ।
টিএমএসএস করোনাকালীন সময়ে ১লা এপ্রিল থেকে মানবতা স্টোরের মাধ্যমে প্রতিদিন খাদ্য সামগ্রী (পুষ্ঠি জাতীয়) বিতরণের পাশাপাশি বন্যা কবলীত এলাকায় ত্রান কার্যক্রমমের অংশ হিসেবে এ কর্মসুচি সারা বাংলাদেশে অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy