প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ৬:২৪ পি.এম
চিলমারী আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুর, জাতিরজনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ পদদলিত করা, জাতীয় পতাকা ছিঁড়ে অবমাননা করার প্রতিবাদে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকালে চিলমারী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান চিলমারী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গয়ছল হক মন্ডল, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৮ মার্চ রাত ১০টায় ব্রহ্মপূত্র নদ বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চিলমারীর কড়াই বরিশাল চরে অবস্থিত চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আমিনুল ইসলাম কাজী, আঙ্গুর মিয়া, সাদাকাত হোসেনসহ কয়েকশ’ মানুষ। এসময় অফিসে অবস্থান করা চিলমারী ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, আওয়ামীলীগ কর্মী আব্দুল জলিল, আকবর আলী, রফিক মিয়া, চান মিয়া ও রফিকুল ইসলামসহ
৬জনকে এলোপাথারী মারপীট করে রক্তাক্ত জখম করে। আক্রমনের শিকার ব্যক্তিরা প্রাণভয়ে পালিয়ে জীবন রক্ষা করে। আসামীরা আওয়ামীলীগ কার্যালয়ে অনধিকার প্রবেশ করে
জাতিরজনক শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুরসহ জাতিরজনক, প্রধানমন্ত্রী এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটায়। এসময় উত্তেজিত আসামীরা অফিসে সংরক্ষিত দুই শতাধিক প্লাস্টিকের চেয়ার, সৌর বিদ্যুতের সরঞ্জামসহ ভোল্টেজ স্টাপিলাইজার, টেবিল, এলইডি টিভি, সিলিং ফ্যান, ডিস আকাশসহ ৪ লক্ষ ৮ হাজার টাকার ক্ষতিসাধন করে।
ভাঙচুর ও তান্ডবলীলা শেষে আসামীরা জামায়াতে ইসলামের নামে শ্লোগান দিয়ে অস্ত্র উঁচিয়ে ভবিষ্যতে এই বাজারে কেউ আওয়ামীলীগ অফিস স্থাপন করতে আসলে প্রাণে মারার হুমকী দিয়ে চলে যায়।
এ ঘটনায় ৩৮জনের নাম উল্লেখসহ চিলমারী মডেল থানায় মামলা করা হলেও এখনো আসামীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানানো হয়। সংবাদ সম্মেলণে আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy