প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২১, ৭:০৩ পি.এম
চিলমারী থানা পুলিশের সহযোগিতায় ১৩দিনের শিশু ফিরে পেল মায়ের কোল

চিলমারী থানা পুলিশের সহযোগিতায় ১৩দিনের শিশু ফিরে পেল মায়ের কোল
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী থানা পুলিশের সহযোগিতায় ১৩দিনের দুধের শিশু ফিরে পেয়েছে মায়ের কোল।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট কুঠিরগ্রাম এলাকার নুর আলমের মেয়ে আলিফা বেগম থানায় এসে অভিযোগ করেন গত ১৮/১০/২০২০ ইং তারিখে বকুলতলা (তিস্তারপাড়) এলাকার মৃত জাবেদ আলীর পুত্র শাহীন মিয়ার সাথে বিবাহ হয়। গত ২৯/০৭/২০২১ ইং তারিখ রাত ৮টার সময় বাদীনির স্বামী বাদীনির পিতার বাড়ীতে সন্তানকে দেখতে এসে পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ১৩ দিনের দুধের বাচ্চাকে নিয়ে চলে যায়।পরে বাদীনি স্থানীয় জনপ্রতিনিধি সহ ব্যক্তিগত ভাবে সন্তানকে নেয়ার জন্য তার স্বামীর বাড়িতে যায়। কিন্তু কোথাও কারো সাহয্য না পেয়ে শেষ ভরসা স্থল হিসেবে থানায় আসে। তাৎক্ষণিকভাবে এস,আই মিতু আহম্মেদ সংগীয় ফোর্স ও মহিলা কং/ মুন্নী বেগম সহ ঘটনাস্থলে গিয়ে ১৩ দিনের কন্যা শিশু সন্তান তাবাচ্ছুম সিনহাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy