প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২১, ২:০৫ পি.এম
চিলমারী ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত ২হাজার পরিবার পানিবন্দি
চিলমারী ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত ২হাজার পরিবার পানিবন্দি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ২হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। তেলী পাড়া, ঘোড়ারকুটি, পুটিমারী কাজলডাঙ্গা, বজরাদিয়াখাতা, শাখাহাতি,কড়াইবরিশাল এলাকা প্লাবিত হয়ে এসব এলাকার লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। উঠতি ফসল পাটক্ষেত, আমন বীজতলাসহ মরিচের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। চিলমারী ইউনিয়নের করাইবরিশাল এলাকার কৃষক আমিনুল ইসলাম জানান ২০ শতাংশ জমিতে শাক সবজি লাগিয়েছি তা পানিতে তলিয়ে গেছে। পাউবো জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদে গত ১২ঘন্টায় ১৪ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা ছুই ছুই করছে। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যে কোন মহুর্তে বিপদসীমা অতিক্রম করার আশংকায় নদী তীরবর্তী এলাকার লোকজন সংকিত হয়ে পড়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy