প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২০, ৯:২৬ পি.এম
চিকিৎসার নামে প্রতারনার আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিসের
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দালাল দিয়ে রোগী ধরে এনে ডিএমএফ পাস ব্যক্তি ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসার নামে প্রতারনার অভিযোগ উঠেছে আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিস নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
গত কয়েক মাস ধরে সাটুরিয়া হাসপাতালের পাশে একটি বাসা ভাড়া নিয়ে গ্রামে গ্রামে দালাল নিয়োগ দিয়ে আধুনিক রোগ নিরাময়ের নামে ৫০০ টাকা করে রোগী দেখার ফি নিয়ে কোন ধরনের স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ অনুমোদন ছাড়া দেদারছে চিকিৎসার নামে সাধারন মানুষের সাথে প্রতারনা করে ব্যবসা করে যাচ্ছে জয়ন্ত কুমার সরকার নামের এক ব্যক্তির আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিস নামে কথিত প্রতিষ্ঠানটি। অথচ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন চুপচাপ রয়েছে।
জানা গেছে, কয়েক মাস পূর্বে সাটুরিয়া হাসপাতালের পাশে একটি বাসা ভাড়া নিয়ে আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিস নামে এক প্রতিষ্ঠানের সাইন বোর্ড লাগিয়ে উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে রোগী আনতে কমিশন ভিত্তিক দালাল নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। নিয়োগপ্রাপ্ত দালালরা এলাকায় এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে প্রতিষ্ঠানটিতে ৫০০ টাকার বিনিময়ে ডাক্তার দিয়ে রোগী দেখিয়ে ও কম্পিউটারের সাহায্যে রোগ নির্ণয় করে ৩ মাস ব্যাপী চিকিৎসা দেওয়া হবে বলে প্রচার চালিয়ে প্রতিষ্ঠানটিতে রোগী নিয়ে আসে।
শুক্রবার দুপুরে সরেজমিনে আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিস নামের প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, ভাড়া বাসার সামনে বড় করে টানানো রয়েছে একটি ব্যানার তাতে লেখা আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিস, যে সব রোগের চিকিৎসা দেওয়া হয়, হার্টের সমস্যা, ডায়াবেটিস, এ্যাজমা, চর্ম রোগ, উচ্চ রক্ত চাপ, বাত ব্যাথা, গ্যাস্টিক আলসার, স্মৃতি শক্তির দুর্বলতা, হাই কোলেস্টরল, পেটের ব্যাথা, কাশি জনিত শ্বাস কষ্ট, অতিরিক্ত ওজন, নাকের মাংস বৃদ্ধি এবং গর্ভকালিন মা ও শিশু ইত্যাদি চিকিৎসা দেওয়া হয়। ভিতরে ডুকে দেখা যায় দুই রুমে চেয়ারে বসা বেশ কয়েকজন রোগী। পাশের এক রুমে ডাক্তার পরিচয়ে রোগীদের একটি ছোট মেশিনের সাহায্যে সব রোগ যাচাই করা দেওয়া হচ্ছে ৫০০ করে টাকা নিয়ে চিকিৎসা। নাজমুল হাসান নামের এক ব্যক্তি ডাক্তার পরিচয়ে রোগী দেখছে। তার পরিচয় জান্তে চাইলে সে জানায় সে বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে ডিএফএফ পাস করেছে সে এমবিবিএস ডাক্তার না। প্রতিষ্ঠানটির কি অনুমোদন রয়েছে জান্তে চাইলে সে জানায় প্রতিষ্ঠানটির মালিক মানিকগঞ্জের জয়ন্ত কুমার সরকার নামের এক ব্যক্তি।
আরেক রুমের ভিতর বসা কয়েকজন যুবতী তারা প্রতিষ্ঠানটির মাকেটিং বিভাগে (রোগী সংগ্রহ) কাজ করে বলে জানায়।
তাদের একজন সাথী আক্তার জানায়, সে ৫ হাজার টাকা বেতনে চাকরী নিয়েছে প্রতিষ্ঠানটিতে। তার কাজ এলাকা থেকে রোগী নিয়ে আসা। তার মতো আরো প্রায় ১০ জন রয়েছে যারা বিভিন্ন স্থান থেকে রোগী নিয়ে আসে।
চিকিৎসা নিতে আসা সাটুরিয়া সদর ইউনিয়নের পাড়াগ্রাম গ্রামের ময়নার মা নামের এক রোগী জানায়, তার শরির ব্যথা সমস্যা রয়েছে। কয়েক দিন আগে তার বাড়িতে প্রতিষ্ঠানটির এক মেয়ে গিয়ে ৫০০ টাকায় কম্পিউটার দিয়ে ভাল ডাক্তার দিয়ে ৩ মাস ধরে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে প্রলোভন দিয়ে তাকে এখানে আসতে বলা হয়। সে শুক্রবার প্রতিষ্ঠানটিতে আসলে তাকে এক ব্যক্তি তার পরীক্ষা পেসকিপসন লিখে তাদের পাশের রুম থেকে ঔষধ কিনে নিতে বলে। টাকা না থাকায় সে ঔষধ না কিনে চলে আসে।
স্থানীয় আনোয়ার হোসেন ও বোরহান উদ্দিন জানায়, সাটুরিয়া উপজেলায় আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিস নামের প্রতিষ্ঠানটি গ্রামের সহজ সরল মানুষকে প্রতিষ্ঠানের দালালরা গ্রামে গ্রামে গিয়ে ভাল ডাক্তার দিয়ে চিকিৎসার নামে প্রতারিত করছে। প্রতিষ্ঠানটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। অথচ স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন চুপচাপ রয়েছে।
আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিস নামের প্রতিষ্ঠানটির মালিক পরিচয় দেওয়া জয়ন্ত কুমার সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে জানায়, তারা ট্রেড লাইন্সেন নিয়েছে প্রতিষ্ঠানের জন্য।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: মামুনুর রশীদ জানায়, আধুনিক রোগ নিরাময় মেডিকেল সার্ভিস নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy